দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এবং দুর্গাপুর কোক ওভেন থানার উদ্যোগে রবিবার দুপুরে সাইবার ক্রাইমে যাদের টাকা খোয়া গিয়েছিল তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যাদের মোবাইল হারিয়ে যায় এবং চুরি যায়, সেইসব মোবাইলও ফেরত দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায়, কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ মইনুল হক ও কোক ওভেন থানার আধিকারিকগণ। সাইবার ক্রাইমে খোয়া যাওয়া মোট তিন জনের ৬৩ হাজার ৪৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে, তার সাথে সাথে যাদের মোবাইল চুরি গেছিল এবং হারিয়ে গেছিল এমন মোট ১০২ টি মোবাইল ফেরত দেয়া হয়েছে।