নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে বাংলাতেও নানা প্রভাব পড়ছে। ভারতে বসবাসকারী বাংলদেশীদের ওপরে কড়া নজরদারী চালানো হচ্ছে। এই টালমাটাল অবস্থায় এবার কোচবিহারের সীমান্তে বিএসএফের হাতে আটক হল এক বাংলাদেশী।
সূত্র মারফত জানা গিয়েছে যে, কোচবিহারের মাথাভাঙায় সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল ওই ব্যক্তি। তাকে আটক করেন বি এসএফের জওয়ানরা। ওই ব্যক্তির কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে, সেই ব্যক্তি অসক্ষম হন। এরপরেই তাকে আটক করা হয়। এমনকি তার কথাবার্তাতেও বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে।