নিজস্ব সংবাদদাতা: আবার হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে। এবার ঝাড়গ্রামের ঢেঁকিপুড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা কোকিলা মাহাতোর হাতির হামলায় মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বাড়ি থেকে টেনে বের করে বৃদ্ধাকে পায়ের তলায় থেঁতলে মারে হাতি। সকাল হতে না হতেই বন দফতরের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করতে আসেন। স্থানীয় বাসিন্দারের দাবি, বনদফতরের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদাকে ঘটনাস্থলে আসতে হবে। বন দফতর হাতি তাড়াতে কী ব্যবস্থা নিচ্ছে তা লিখিত আকারে ঝাড়গ্রামবাসীকে জানাতে এবং ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না, তাঁদের দাবি বন দফতর মানছে ততক্ষণ তাঁরা মৃত দেহ উদ্ধার করতে দেবেন না বলেও স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন।