মাটির তলায় তলিয়ে গেল ৭০ বছরের পুরানো কুঁয়ো

সমস্যায় সাধারণ মানুষ।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: ধস প্রবন এলাকা খনি অঞ্চল অন্ডাল ও পাণ্ডবেশ্বর লাউ দোহার বেশ কিছু জায়গায় বর্ষা হলেই ধসের লক্ষ্য করা যায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা জল বৃষ্টি নেই  কিন্তু হঠাৎ করেই একটা প্রাচীন কুয়ো মাটির তলায় তলিয়ে গেল। ঘটনাটি ঘটেছে গতকাল আনুমানিক রাত্রি ৮ টা থেকে ৯ টা নাগাদ অন্ডালের সিদুলি বিন পাড়া এলাকায়।

স্থানীয় বাসিন্দা রাম প্রবেশ ভূঁইয়া ও সমর ভূঁইয়ারা জানান। শনিবার রাত্রি আটটা পর্যন্ত পাড়ার লোকেরা এই কুয়ো থেকে জল ব্যবহার করেছিল। পাড়ার এটি একমাত্র প্রাচীন এবং ভালো সুস্বাদু জলের কুয়া ছিল বলে জানান তারা। দীর্ঘ সত্যর বছর ধরে এই কোটি এই স্থানে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। কুটির একটু দূরে পঞ্চায়েতে তরফে আরো একটি কোষ স্থানীয় বাসিন্দাদের জলের সংশোধনের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু সেই কুয়োর জল ব্যবহারযোগ্য নয় ফলে স্থানীয়রা ওই কুয়োর জল ব্যবহার না করেই প্রাচীনকোর্ট জলের ওপরই নির্ভরশীল।

হঠাৎ করে কুয়ো মাটির তলায় তলিয়ে যাওয়ায় পানীয় জলের সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এলাকায় একটি সুস্বাদু পানীয় জলের ব্যবস্থা করা হোক। রবিবার সকাল সাতটা পর্যন্ত কোন প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি। মাটির তলায় তলিয়ে যাওয়া ওর খবর শুনতে কি সকাল থেকে স্থানীয়রা ধস প্রবন এলাকায় ভিড় জমিয়েছেন।