জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধৃত ১

নক্কারজনক ঘটনা ঘটেছে।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজ্যে ঘটে গেল ধর্ষণের মত নক্কারজনক ঘটনা। সূত্র মারত জানা গিয়েছে যে, এবার ৫ বছরের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। 

রেয়াত নেই ৫ বছরের শিশুরও, জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধৃত ১

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামের ঘটনা এটি। শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবী যে, দীর্ঘক্ষণ শিশুটিকে খুঁজে না পাওয়ায়, এদিক ওদিক খোঁজাখুজি করতে গিয়ে জঙ্গল থেকে উদ্ধার অচৈতন্য অবস্থায় তাকে অবশেষে উদ্ধার করা হয়। জানা গিয়েছে যে, এই মুহূর্তে শিশুটির কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। 

৫ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে জঙ্গলের মধ্যেই  গণপ্রহার - villagers lynch accused of raping 5 year old girl in murshidabad  bsm - Asianetnews Bangla

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। আরও জানা গিয়েছে যে, ইতিমধ্যে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ। 

Cooch Behar | A minor girl allegedly sexually harassed by a minor boy at  Cooch Behar dgtld - Anandabazar