বেলাঘাটাতে ভেঙে গেল! রক্তচক্ষু এড়িয়ে টান টান শিড়দাঁড়া সাঁতরাগাছির ক্লাবে

সাঁতরাগাছির কল্পতরু ক্লাবের মণ্ডপের সামনেই থাকছে ২০ ফুটের প্রতীকি শিড়দাঁড়া।

author-image
Tamalika Chakraborty
New Update
Rain on Durga Puja

নিজস্ব সংবাদদাতা: বেলঘাটাতে থিম শিড়দাঁড়া থিম করতে চেয়েছিল একটি ক্লাব। বর্তমানে সেই শিড়দাঁড়া জায়গা পেয়েছে ক্লাবের পিছনের দিকে আবর্জনায়। তার বদলে ক্লাবের সামনে জায়গা করে নিয়েছে কুণাল ঘোষের কাট আউট। এবার সেই শিড়দাঁড়া জায়গা করে নিল সাঁতরাগাছির কল্পতরু ক্লাবে। মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া।  পাশাপাশি এবার মা দুর্গার হাতে কোনও অস্ত্র থাকছে না। তার বদলে থাকছে আয়না বলে পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন। 

ল,সলল

পুজো উদ্যোক্তারা বলেন, এই কারণেই শিড়দাঁড়া মণ্ডপের একেবারে সামনে করা হয়েছে, যাতে মণ্ডপে ঢোকার সময় দর্শকরাও একবার দেখে নিতে পারেন, তাঁদের শিড়দাঁড়া সঠিক জায়গায় রয়েছে কি না।  আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, একেক জনের বিচার চাওয়ার ধরন এক এক রকম।  উদ্যোক্তাদের সকলের বুকে জাস্টিস ফর আরজি কর ব্যাচ লাগানো থাকবে। সেই ব্যাচ দেওয়া হবে পুন্যার্থীদের। এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনওভাবে মানুষ আরজি কর কাণ্ডের কথা ভুলে না যায়। পাশাপাশি বলা হয়েছে, অনুদান এই বছর নেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে বলা হয়েছে, এই পরিস্থিতিতে তাদের পক্ষে নেওয়া সম্ভব নয় অনুদান। হয়তো একটু অসুবিধা হবে। সেই অসুবিধার মধ্যেই তারা কাজ করবে। 

 tamacha4.jpeg