খাবারের খোঁজে বাড়িতে পৌঁছে গেল ১৫ ফুটের ময়াল সাপ, আতঙ্ক!

এরপর কি হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-10-14 at 4.08.47 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জঙ্গল ছেড়ে এবার গৃহস্থের বাড়িতে পৌঁছে গেল বিশাল আকারের ময়াল সাপ। মূলত খাবারের সন্ধানেই লোকালয়ে প্রবেশ। খবর পেয়ে বনকর্মীরা উদ্ধার করে ফের ছেড়ে দিয়ে আসে গভীর জঙ্গলে। ঘটনাটি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জের রামগড় বিট এলাকায়। 

বনদপ্তর থেকে জানা গিয়েছে, রামগড়ের চৌকিচটি তেঁতুলতলা এলাকায় একটি গৃহস্থের বাড়ির সীমানায় পৌঁছে গিয়েছিল। বাড়ির পাশে থাকা ছোট আগাছার মধ্যেই সে ওত পেতেছিল খাবারের সন্ধানে। সকাল হতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মুরগি, ছাগল সহ গবাদি পশু। সেই মুরগি দেখতে পেয়ে নড়েচড়ে বসে বিশাল আকারের ময়াল সাপটি। আর তখনই নজরে আসে বাড়ির লোকজনদের। খবর দেয় স্থানীয় রামগড় বিট অফিসে। তাকে উদ্ধার করে বস্তা বন্দী করে নিয়ে যায়। গোয়ালতোড় রেঞ্জ আধিকারিক বাবলু মান্ডি জানিয়েছেন, "প্রায় ১৫ ফুট লম্বা একটি ময়াল সাপ উদ্ধার হয়েছে। কারো কোন ক্ষতি হয়নি। সাপটিও সুস্থ রয়েছে। তাকে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে লোকালয়ে বিশাল আকারের ময়াল সাপের প্রবেশ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।