নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বিকালে তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা রাজ্য। কোথাও উড়েছে বাড়ির চাল, কোথাও আবার ভেঙে পড়েছে গাছ। কালবৈশাখীর দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলো। রাজ্য়ের নানা প্রান্ত থেকে এসেছে মৃত্যুর খবর। এরই মধ্যে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে এজেসি বসু বি গার্ডেন থানা এলাকার বি জি রোড এলাকায়। মৃতের নাম খুশবু যাদব (১২)।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ে পি কে রায়চৌধুরী লেনের বাড়িতে ফিরছিল খুশবু। সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বাড়ির কাছে রাস্তার পাশে একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় খুশবুর। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।