বড় ভাঙন তৃণমূলের, শাসক দল ছেড়ে যোগদান গেরুয়া শিবিরে

নির্বাচনের আগে বড় ভাঙল তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ৯০ জন তৃণমূল কর্মী সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন। এদিন সৌমেন্দু অধিকারী পটাশপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
sumendu adhikari campaign.JPG

নিজস্ব সংবাদদাতা : ভোট প্রচারে জমজমাট শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের পটাশপুর। ভোট ঘোষণার দিনে ভোট প্রচারে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের ছেলে সৌমেন্দু অধিকারী। শনিবার ভোট ঘোষণার দিনে পায়ে হেঁটে পটাশপুরের বিভিন্ন এলাকায়  প্রচার করেব সৌমেন্দু অধিকারী। পটাশপুর এক নম্বর ব্লকের পাচুরিয়াতে একটি কর্মী সম্মেলনের মাধ্যমে ভোট প্রচার শুরু করেন সৌমেন্দু অধিকারী। এরপরে অমরপুর বাজারে কর্মিসভা করেন তিনি। ভোট প্রচারে এসে পটাশপুরে তৃণমূলের বড় ভাঙন ধরালেন তিনি। পটাশপুরের ১২টি  পরিবারের ৯০ জন সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তাঁরা এতদিনে তৃণমূলের কর্মী ছিলেন। সৌমেন্দু অধিকারীর  কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরূপ দাস ,সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল, জেলা বিজেপির সহ-সভাপতি তাপস মাজি, মণ্ডল সভাপতি স্বপন পাহাড়ি, জেলা সম্পাদক স্বপন দাস প্রমুখ।

sumendu adhikari editted.JPG

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg