বচসা থেকে ধাক্কাধাক্কি, মাটিতে পড়ে গিয়ে মৃত্যু ৭০ বছরের বৃদ্ধের, গ্রেফতার ১

চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

author-image
Adrita
New Update
গত

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ বাড়ির একমাত্র চলাচলের রাস্তা। আর সেই রাস্তাতেই মাটি ফেলেছিল এলাকার বাসিন্দা গীতা ঘাটা। সেই রাস্তায় সাইকেল নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল বলে সেই মাটি সরানোর কাজে লেগেছিল মদন ঘাটা। এরপরেই শুরু হয় গীতা ঘাটার সঙ্গে তুমুল বচসা।

বচসা চলাকালীন গীতা ঘাটা নামের মহিলা মদন ঘাটা নামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে। তারপরেই তিনি মাটিতে পড়ে যান। মদন ঘাটার মাথাটি গিয়ে লাগে একটি কংক্রিটের দেওয়ালে, আর তাতেই তার মৃত্যু হয় এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুনাচক গ্রামে।

দাসপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গীতা ঘাটা নামের ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসে দাসপুর থানায়। অপরদিকে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বয়স ছিল ৭০ বছর। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।