হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় দাদাগিরির অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের ৭ নেতাকে ছাঁটাই করল রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের সিটি সেন্টারে সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে জেলা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তৃণমূল শ্রমিক সংগঠনের সাত নেতা শেখ শাহাবুদ্দিন, শেখ আতাহার, শেখ আজিমুদ্দিন, সুখেন্দু চ্যাটার্জী, শুভাশীষ চ্যাটার্জী, শেখ মানিক ও শেখ রাজুকে ছাঁটাই করল দল। দীর্ঘদিন ধরে দুর্গাপুর ইস্পাত কারখানায় নিজেদের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দাবি করে প্রভাব খাটাচ্ছিল এই ৭জন, এমনই অভিযোগ। একাধিকবার অভিযোগ জমা পড়ে জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে। পুরো বিষয় খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 'আরও একাধিক কারখানায় দাদাগিরির অভিযোগ উঠেছে বেশ কিছু তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে। তাদের দাদাগিরি রুখতে এবার রাজ্যের প্রত্যেকটি কারখানায় শ্রমিকদের প্রবেশ এবং বাহিরের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হবে।' দুর্গাপুর ইস্পাত কারখানাতেও আগামী দু মাসের মধ্যে শুরু হতে চলেছে বায়োমেট্রিক পদ্ধতি এমনটাই আশ্বাস দিয়েছে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।