প্রসূতি মৃত্যুর ঘটনায় সিআইডির স্ক্যানারে ৭ জুনিয়র ডাক্তার

প্রসূতি প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ। ঘটনাকে কেন্দ্র করে শোরগল রাজ্য রাজনীতিতে। এবার সিআইডি স্ক্যানারে ৭ জুনিয়র ডাক্তার।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Saline Controversy

নিজস্ব সংবাদদাতা: প্রসূতি প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মেদিনীপুর মেডিক্যাল কলেজ (Midnapore Medical College)। ঘটনাকে কেন্দ্র করে শোরগল রাজ্য রাজনীতিতে। এবার সিআইডি (CID) স্ক্যানারে ৭ জুনিয়র ডাক্তার। ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ সিআইডির। সিসিটিভি ফুটেজ ও রেজিস্টার বাজেয়াপ্ত।