৬০ কেজি মাদক পাচার, ধৃত ৩

উদ্ধার ৬০ কেজি মাদক।

author-image
Adrita
New Update
jail.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: মাদক পাচার কাণ্ডে চন্ডিগড় থেকে পলাতক এক দুষ্কৃতিকে কাঁকসা থেকে গ্রেপ্তার করল চন্ডিগড় পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ। চন্ডিগড় পুলিশ সূত্রের খবর, ২০২০ সালে জলন্ধর জেলার লুইহা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল তিন কুইন্টাল ৬০ কেজি মাদক পাচার কাণ্ডে তিনজন। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে আঠারো লক্ষ টাকা। তাদের মধ্যে চরণজিৎ সিংহ নামের এক দুষ্কৃতি পালিয়ে যায়। তদন্তে নামে পুলিশ।

পাশাপাশি চরঞ্জিত সিংহয়ের নামে চন্ডিগড়ের হুশিয়ারপুর  জেলার গড়শঙ্কা থানাতেও মাদক পাচারের একটি অভিযোগ হয়। গড়শঙ্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই দুষ্কৃতি চন্ডিগড় ছেড়ে বাংলার কাঁকসা থানায় এলাকায় গা ঢাকা দিয়েছে। শনিবার কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে কাঁকসা এলাকা থেকে চরণ জিৎ সিংহকে গ্রেপ্তার করে। ট্রানজিট রিমান্ড এর আবেদন করে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন।