নিজস্ব সংবাদদাতা: বাড়ির সামনে থেকে নিখোঁজ ৬ বছরের শিশু কন্যা। একদিকে যখন রাজ্যজুড়ে নারী নির্যাতন নারীদের উপর অত্যাচারের মতন ঘটনা ঘটছে ঠিক সেই সময়ে আবারো কন্যা শিশুর অপহরণের ঘটনা। ফারাক্কা থেকে জয়নগর মানুষের লালসা থেকে রেহাই পাচ্ছে না ছোট শিশুরাও। সেই আবহে এবার মালদায় শিশু নিখোঁজের ঘটনা। বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশু কন্যাকে অপহরণের ঘটনা।
শনিবার সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর এলাকার শালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় কিশোরী। স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মেয়েটি। বাড়ির সামনে খেলছিল সে ঠিক সেই সময় হেলমেট পরিহিত দুজন যুবক এসে মোটরবাইকে জোর করে তাকে নিয়ে চলে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা।
বাইকের পিছনে ছুটে গেলেও দ্রুত গতিতে বাইক নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুই বাইক চালকের ছবি। শিশুকে নিয়ে চন্ডিপুরের দিকে যেতে দেখা গিয়েছে তাদের। যদিও বাইকের নম্বর প্লেট না থাকায় সমস্যায় পড়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
বাংলা বিহার সীমান্ত এলাকায় চলছে নাকা চেকিং। পরিবারের সাথে কারোর কোনো শত্রুতা ছিল না বলেই খবর পরিবার সূত্রে। শিশুটিকে খুঁজে বার করতে প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে। এদিকে আতঙ্ক ভয় এবং অজানা আশঙ্কা গ্রাস করছে ওই শিশু কন্যার পরিবারকে। কোথায় গিয়েছে মেয়ে? কেন নিয়ে যাওয়া হল বাড়ির সামনে থেকে এভাবে! বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন! কান্নায় ভেঙে পড়েছে পরিবার!