৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

তদন্ত চালাচ্ছে পুলিশ।

author-image
Adrita
New Update
১০৭ কেজি গাঁজা উদ্ধার

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বাসে করে গাঁজা পাচারের চেষ্টা করেও উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাঁজা, এবং গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, কলকাতা শিলিগুড়িগামী বাসে।  সূত্র মারফত জানা গিয়েছে যে, নাইট সুপার বাসে করে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। যে কারণে নিজের গায়ে প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পরল কলকাতা শিলিগুড়িগামী বাসে থাকা এক পাচারকারী।

শিলিগুড়ি থেকে কলকাতা গামী বাস থেকে উদ্ধার হল ৬ কিলো গাঁজা - BNN Bangla

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের মারফত বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের উপর শিলিগুড়ি থেকে কলকাতাগামী  একটি নাইট সুপার বাস থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা। ঘটনা সম্পর্কে জানা গেছে, নাইট সুপার বাসে করে গাজা পাচার করার চেষ্টা করা হচ্ছিল।

আরও জানা গিয়েছে যে, এক গাঁজা পাচারকারী দিনহাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা নিয়ে যাচ্ছিল। সূত্রের খবর ভিত্তিতে পুলিশ ওই যাত্রীবাহি বাসটিকে আটক করে এবং তল্লাশি করার পরই সেই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ গাজার প্যাকেটগুলি ওজন করলে দেখা যায় যে প্রায় ৬ কিলো গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের অনুমান যে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

৬১৫ কেজি গাঁজা সমেত গ্রেফতার ৪

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ধৃত পাচারকারীর নাম চিরঞ্জিত কর। ওই ব্যক্তি কোচবিহারে দিনহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে, এই ভাবেই গাঁজা পাচার করে সে। ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।