নিজস্ব প্রতিবেদন : বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও প্রবল দুর্যোগের কারণে DVC থেকে ক্রমাগত বিশাল পরিমাণ জল ছাড়ায় বাঁকুড়া জেলার ৬ টি ব্লক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । বাঁকুড়ার সোনামুখী ব্লকে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, এবং ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ও কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোমর সমান জল রয়েছে, ফলে ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে।
গতকাল থেকে জেলা প্রশাসনের সাথে কাঁধ মিলিয়ে জনসুরক্ষার্থে ক্রমাগত কাজ করে চলেছে বাঁকুড়া জেলা পুলিশ। জলস্তর অনেক খানি বেড়ে যাওয়ায় এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা ক্রমাগত জায়গা গুলি পরিদর্শন এবং তদারকি করে চলেছেন।
প্রশাসন জানিয়েছে, বেশ কিছু মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে এবং বন্যা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন এলাকার জলমগ্ন গ্রামে পরিস্থিতি পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক।