নিজস্ব সংবাদদাতা : কর্নাটকের চিত্রদুর্গে এক জামাকাপড় কারখানায় কাজ করতে আসা ১৫ কর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনের পরিচয় বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই কর্মীদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও লেবার কার্ড।
পুলিশের তদন্তে জানা যায়, এই ৬ বাংলাদেশি কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। তারা বাংলাদেশি হিসেবে পরিচয় গোপন করে কর্নাটকের চিত্রদুর্গসহ বিভিন্ন জায়গায় কাজ করছিল। ধরা পড়ার ভয়ে তারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেত, যাতে পুলিশি নজর এড়ানো যায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি, কোথা থেকে তারা এই নকল পরিচয়পত্র তৈরি করেছে, সে ব্যাপারে তদন্ত চলছে।