৮০০ কেজির পর আবার ৫৫০০ কেজি বেআইনি শব্দ ও আতসবাজি উদ্ধার বর্ধমানে

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লস্করদীঘি এলাকায় সেখ স্বপন নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ি থেকে এই বিপুল পরিমাণে শব্দ ও আতস বাজি উদ্ধার করে।যদিও সেখ স্বপনকে পুলিশ ধরতে পারেনি।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-08-30 at 16.15.02.jpeg

 

নিজস্ব সংবাদদাতা: গতকালের ৮০০ কেজির পর আজ আবার ৫৫০০ কেজি।ফের বর্ধমানে উদ্ধার প্রচুর পরিমানে বেআইনি শব্দ ও আতসবাজি।

দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরনের জের,
ফের বে-আইনি বাজির বিরুদ্ধে অভিযান বর্ধমান থানার।
গতকাল ৮০০ কেজির পর আজকে উদ্ধার প্রায় ৫৫০০ কেজি শব্দ ও আতসবাজি।

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের লস্করদীঘি এলাকায় সেখ স্বপন নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ি থেকে এই বিপুল পরিমাণে শব্দ ও আতস বাজি উদ্ধার করে।যদিও সেখ স্বপনকে পুলিশ ধরতে পারেনি।


পুলিশ সূত্রে জানা গেছে, এই গোডাউনে প্রচুর পরিমাণে বাজি মজুত করে,শহরের বিভিন্ন প্রান্তে তা সাপ্লাই করা হতো।সেখ স্বপন কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে আর কারা কারা আছে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

শহরে দুদিনে প্রচুর পরিমানে বাজি উদ্ধার হওয়ায় পুলিশি নজরদারী নিয়েই প্রশ্ন উঠছে।