পঞ্চায়েত ভোট! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০০ জনের

আজ বিকালে রানিনগর-২ নম্বর ব্লকের শেখ পাড়ায় কংগ্রেসের একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

author-image
Aniruddha Chakraborty
New Update
tmc cong

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের আগে মজবুত হচ্ছে কংগ্রেস। রবিবার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন রানিনগর-২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি জাহাঙ্গীর ফকির, পঞ্চায়েত সমিতির সদস্য ও পঞ্চায়েতের উপ-প্রধান সহ একাধিক তৃণমূল কর্মী। কংগ্রেসের দাবি, প্রায় ৫০০ তৃণমূল কর্মী এদিন দলে যোগদান করেছেন। আর এটাই মুর্শিদাবাদের ‘নতুন মডেল’ হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, "তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করছে নিরস্ত্র মানুষ। এটাই মুর্শিদাবাদের নতুন মডেল। লালবাগ, নওদা থেকে রানিনগরে দলে দলে সাধারণ মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন। রানিনগরে ৮০ শতাংশ মানুষ কংগ্রেসে যোগদান করেছেন। এখন আমরা শুধু যোগদান করাচ্ছি।" আসন্ন পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে কংগ্রেস জয়ী হবে বলেও দাবি অধীর রঞ্জন চৌধুরীর।