রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানে বরাদ্দ ৫০০ কোটি, পরদিনই কি হল?

রাজ্য বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানে বরাদ্দ ৫০০ কোটি, পরদিনই বৈঠকে বসলো ঘাটাল মাস্টার প্লান সাব কমিটি।

author-image
Aniket
New Update
r

File Picture

নিজস্ব প্রতিনিধি: গতকালই বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশনে ঘাটাল মাস্টারপ্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ ও ২ বছরের ডেডলাইন ঘোষণা হওয়ার পরেই তড়িঘড়ি বৈঠকে বসলো ঘাটাল মাস্টারপ্ল্যান সাব কমিটি। বৃহস্পতিবার সাব কমিটির দুটি বৈঠক হয়।

ঘাটাল ব্লক, ঘাটাল পৌরসভা ও চন্দ্রকোনা-১ ব্লককে নিয়ে একটি বৈঠক হয় ঘাটাল মহকুমাশাসক কার্য্যালয়ে, অপরটি দাসপুরের মিলনমঞ্চে দাসপুর-১ ও দাসপুর-২ ব্লককে নিয়ে। দুটি বৈঠকেই উঠে আসে ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত একাধিক বিষয়। কবে থেকে শুরু হবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ, কি কি পদক্ষেপ প্রথমে নেওয়া হবে এবং কোন পথে চলবে ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রথম পর্যায়ের কাজ তা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় সাব কমিটির প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে।

স্বাভাবিক ভাবেই বলা যেতে পারে বাজেট অধিবেশন শেষ হতে না হতেই ফের আলোচনার শীর্ষে ঘাটাল মাস্টারপ্ল্যান। প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ফের জেলায় আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া সহ জেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকরা।

সাব কমিটির বৈঠক প্রসঙ্গে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, "ঘাটাল মাস্টার প্লানে মুখ্যমন্ত্রী ৫০০ কোটি টাকার মতো একটি বড়ো এমাউন্ট বরাদ্দ করায় ওনাকে ধন্যবাদ জানাই। সাব কমিটির সদস্যরা তাদের এলাকায় কি কাজ করা যাবে কি সমস্যা রয়েছে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত প্রাথমিক পর্যায়ের কি কি কাজ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।"