বিধ্বংস জলপাইগুড়ি, ৫ মিনিটেই সব শেষ!

যেদিকেই চোখ যাচ্ছে, সেদিকেই শুধু দেখা মিলছে ধ্বংসলীলার।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-04-01 at 00.34.58.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল ৫ মিনিটের ঘূর্ণিঝড়েই লন্ডভন্ড জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তৃর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। ৫ মিনিটের ঝড় যে এরকম তাণ্ডব করতে পারে, তা স্বপ্নেও ভাবতে পারেননি স্থানীয়রা। যেদিকেই চোখ যাচ্ছে, সেদিকেই শুধু দেখা মিলছে ধ্বংসলীলার।

WhatsApp Image 2024-04-01 at 00.34.57.jpeg

ভেঙে পড়েছে কয়েকশো বাড়ি। প্রচুর গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। এমনকি রাস্তায় খেলনা গাড়ির মত উলটে পড়ে রয়েছে ১০ চাকার ট্রাক। এরকম বিধ্বংসী ছবি এর আগে কখনও দেখেনি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহুর্তে আহত অনেকেই হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। আর প্রাণ হারিয়েছেন ৫ জন।

 

WhatsApp Image 2024-04-01 at 00.34.56.jpeg

Add 1