বঙ্গে এল চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস!

বিহার ও বাংলা শীঘ্রই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে। কয়েক দিনের মধ্যে পাটনা ও হাওড়ার মধ্যে এই সেমি-হাই স্পিড ট্রেন চালানো হবে বলে খবর।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
COV vande bharat.jpg

 

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) শনিবার বেলা ১২ টা ১৩ মিনিট নাগাদ আসানসোল স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটাকে দেখতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে আসানসোল স্টেশনে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ই আগস্ট থেকে এই ট্রেন হাওড়া এবং পাটনা স্টেশনে চলাচল করবে বলে খবর। এদিকে বহুদিনের প্রতীক্ষা ছিল আসানসোলবাসীদের যে আসানসোল এর উপর দিয়ে একটি বন্দে ভারত ট্রেন চলুক। এই ট্রেন চলাচলের ফলে বাংলা-ঝাড়খন্ড-বিহার তিন রাজ্যকে এই ট্রেন জুড়বে বলে রেল সূত্রে জানা গিয়েছে। সুতরাং সে ক্ষেত্রে তিন রাজ্যের মানুষের কাছে এটা একটা খুশির খবর।