নিজস্ব সংবাদদাতা: দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। যার জেরে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তারমধ্যএ আমতায় মুণ্ডশ্বেরী নদীর জল ঢোকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত দুই দিন ধরে জল ঢোকার কারণে আমতা ও উদয়নারায়পুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুধু হাওড়াতেই প্রায় ৪০ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।
মঙ্গল ও বুধবার টানা জল ঢোকার ফলে হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দামোদর নদের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুর ও আমতায় ঢুকছে। উদয়নারায়ণপুরের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। ১১২টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আমতায় ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। উদয়নারায়নপুরে ৫০টি ও আমতায় ১৪টি ত্রাণ শিবির সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে বলে জানা গিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে গ্রামবাসীদের উদ্ধার করতে স্পিড বোট ও নৌকার সাহায্য নেওয়া হচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার বন্য পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়নারায়ণ পুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।