নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ১ জুন ভোট মিটলেও এখনই বাংলা ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী। এমনকী ৪ জুন গণনার পরও এই রাজ্যে রাখা হচ্ছে তাদের। ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে রাজ্যে মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি বাহিনী। বিরোধীদের দাবি মেনেই এই বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করছে কমিশন। বাহিনী থাকবে আগামী ৬ জুন পর্যন্ত। অর্থাৎ ফল ঘোষণার দু’দিন পর পর্যন্ত থাকবে বাহিনী।
সূত্রে খবর, ৪০০ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১১৫ কোম্পানি, বিএসএফ থাকবে ১১৮ কোম্পানি, সিআইএসএফ থাকবে ৭১ কোম্পানি, আইটিবিপি ৩৬ কোম্পানি, এসএসবি ৬০ কোম্পানি।