নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর সদরে হায়নাকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে মারার অভিযোগে মঙ্গলবার চারজন আত্মসমর্পণ করল মেদিনীপুর আদালতে। তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গুড়গুড়িপাল থানার সিজুয়া এলাকার জঙ্গলে কয়েকটি হায়না ডেরা বেঁধেছিল। মাঝেমধ্যে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে তারা। অভিযোগ, সেই সময়ে গ্রামবাসীদেরও তাড়া করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি বলে বন দফতর জানিয়েছিল। গত ১ জুলাই দুপুরে একটি হায়না সিজুয়া এলাকায় প্রবেশ করলে গ্রামবাসীদের একাংশ তাকে বিভিন্নভাবে আঘাত করে মেরে ফেলে। হায়নার মাথা থেঁতলে দেওয়া হয়েছে। বাঁশ, ইট, বল্লাম দিয়ে মারার ভিডিও ও ছবি ভাইরাল হতেই দোষীদের চিহ্নিত করে বন দফতর। তারপর থেকেই ঘরছাড়া ছিল অভিযুক্ত চার যুবক। অবশেষে মঙ্গলবার মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করে সিজুয়া গ্রামের বিশ্বজিৎ মাঝি, বিকাশ মাঝি, সনু রানা, সঞ্জীব মাঝি। মেদিনীপুর আদালতের বিচারক তাদের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
মেদিনীপুর রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, 'হায়নাকে পিটিয়ে মারার অভিযোগে ফেরার থাকা চার যুবক মেদিনীপুর আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ হত্যার আইনে মামলা রজু করা হয়েছে'।