সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত ৪

তেহট্টে সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। মৃতদের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল, মনীশ বিশ্বাস

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: তেহট্টে সরস্বতী ঠাকুর (Saraswati Puja) দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। মৃতদের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল, মনীশ বিশ্বাস। সকলের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। সকলের বাড়ি আসতুল্লানগর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের কানায় খালি এলাকায়। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে একই বাইকে চারজন করিমপুরে ঠাকুর দেখতে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার সময় সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গুরুতর আহত হয় চারজন। তাদের উদ্ধার করে নাজিরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি দুজনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানেই মৃত্যু হয় । সরস্বতী পুজোর সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।