বজ্রপাত কেড়ে নিল প্রাণ! একেবারে বলি চার

একদিকে প্রচন্ড গরমে মানুষ যখন পারছে না তখন বৃষ্টি চাইছে আর অন্যদিকে এই বৃষ্টি কেড়ে নিচ্ছে প্রাণ। বাজ পড়ে একেবারে চারজনের মৃত্যু হলে বাংলায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলায় এখন অবধি পাওয়া খবরে চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এই বজ্রপাতের ফলেই জেলার বিভিন্ন জায়গাতে চারজনের মৃত্যু হয়েছে বলেই এখন অবধি জানা যাচ্ছে। জেলার গড়বেতা দু নম্বর ব্লকের ১০ নম্বর জোগারডাঙ্গা অঞ্চলে মাঠে কাজ করার সময় হঠাৎই বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের । বিমল মান্ডি জংলাবাদী এলাকার বাসিন্দা আর একজনের বাড়ি সিতারামপুরে, নাম গৌতম নন্দী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ মাঠে ধান লাগানোর কাজ চলছিল। সেই সময় হঠাৎই বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই দুজনের। 

অন্যদিকে খড়গপুর দু নম্বর ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। আহত তিনজন। মৃতরা হলেন মমতা সাই এবং বরুণ দলুই। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।