বিদ্যালয়ের ট্যাংকের পানীয় জল খেয়ে অসুস্থ ৩৭ জন পড়ুয়া

অসুস্থ ৩৭ জন পড়ুয়া।

author-image
Adrita
New Update
ে

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়ের ট্যাংকের পানীয় জল খেয়ে অসুস্থ হয়ে পড়লো স্কুলেরই ৩৭ জন পড়ুয়া। যা নিয়ে শোরগোল পড়লো এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মোহনপুর থানার নীলদা হাই স্কুলে।

স্কুলের ট্যাঙ্ক থেকে পানীয় জল খাওয়ার কিছুক্ষণের পর একে একে সব পড়ুয়া অসুস্থবোধ করে। অবস্থা গুরুতর হলে শিক্ষকরা পড়ুয়াদের স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে অসুস্থ পড়ুয়াদের পশ্চিম মেদিনীপুরের বাগদা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কিছুজনের অবস্থার অবনতি হতেই বিদ্যালয় এর পার্শ্ববর্তী এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে সকল পড়ুয়াদের চিকিৎসা চলছে। ঠিক কি কারণে এই সমস্যা হলো স্কুলে তা খতিয়ে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। তবে যেসব ছাত্রছাত্রীদের অবস্থা এখনো গুরুতর তাদেরকে হাসপাতালের অবজারভেশনে রাখা হয়েছে।