নিজস্ব প্রতিবেদন : বাগডোগরা বিমানবন্দরকে আরও উন্নত করতে একটি নতুন টার্মিনাল প্রস্তাবিত হয়েছে। এই টার্মিনাল নির্মিত হলে ব্যস্ত সময়ে প্রতি ঘণ্টায় ৩,০০০ এরও বেশি যাত্রী চলাচল করতে পারবেন। বছর শেষে গড়ে ২ কোটি যাত্রী অত্যাধুনিক এই বিমানবন্দরের সুবিধা গ্রহণ করতে পারবেন, যা পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে স্থানীয় চা শিল্প ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি জোয়ার আসবে। নতুন বিমানবন্দর নির্মাণের ফলে আশেপাশের এলাকায় বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কলকাতা বিমানবন্দরের এক কর্তার মতে, নতুন নকশা অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে এয়ারবাস ৩২১ নামতে পারবে, যা বিশ্বের সেরা বিমানবন্দরগুলিতে সাধারণত ব্যবহৃত হয়।
১০টি এয়ার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং আধুনিক বিমান ওঠানামার পাশাপাশি সেগুলিকে নির্দিষ্ট নিয়মে পার্কিং করার ব্যবস্থা থাকবে। নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা তৈরি হবে, যা বিমান চলাচলের নিরাপত্তা বাড়াবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বাগডোগরার জন্য ৩,০০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী দু’বছরের মধ্যে রাজ্যের উত্তরে বিশ্বমানের বিমানবন্দর চালু হবে। নয়া প্রকল্পের জন্য ১০৪ একর জমির প্রয়োজন ছিল, যা নবান্নের সহায়তায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে ১০,০০০ বর্গ মিটার জায়গায় বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল রয়েছে, যা আগামীতে ৭০,৪০০ বর্গ মিটারে সম্প্রসারিত হবে।