Train Cancel: শিয়ালদা ডিভিশনে বাতিল ৩০০ টি ট্রেন

শিয়ালদা ডিভিশনে ৩০০টি লোকাল ট্রেন বাতিল থাকবে পাঁচদিনে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে বাতিল থাকবে মোট ৩০০ ট্রেন। তগুলো ট্রেন বাতিল হওয়ার ফলে ফলে যাত্রী দুর্ভোগের সম্ভাবনা।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-30 at 18.45.46

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: শিয়ালদা ডিভিশনে ৩০০টি লোকাল ট্রেন বাতিল থাকবে পাঁচদিনে। ইতোমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পাঁচদিন যথা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে বাতিল থাকবে মোট ৩০০ ট্রেন।  বালিঘাট-বালিহল্ট রোডের মধ্যে ব্রিজের কাজ চলবে বলেই বাতিল থাকছে ট্রেনগুলি। শুধু তাই নয়, এই পাঁচদিন ছাড়াও সোমবারও ভোরের দিকে কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। এতগুলো ট্রেন বাতিল হওয়ার ফলে ফলে যাত্রী দুর্ভোগের সম্ভাবনা।