আর জি কর ইস্যুর মধ্যেই ফের জেগে উঠল TMC! মন্ত্রীর হাত ধরে প্রায় ৩০০ জনের যোগদান

দলের প্রতি মানুষের উৎসাহ নিয়ে নিশ্চিন্ত মন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-09 at 12.16.20 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ব্লক তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে সবং ব্লকের অন্তর্গত ১০ নং ভেমুয়া, ১১ নং মোহাড়, ৭ নং নারায়ণবাড়, ৬ নং  চালকুড়ি, ১২ নং  বুড়াল, নারায়ণবাড় গ্রাম পঞ্চায়েতে  সদস্যা বৈশাখী মাইতি সাউ সহ বিজেপি এবং সি.পি.আই(এম) থেকে প্রায় ৩০০ - ৩৫০ কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দুই দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, জেলা নেতা তরুন মিশ্র সহ অনান্যরা।

WhatsApp Image 2024-09-09 at 12.16.20 PM (1)

মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, 'আর জি করের আন্দোলন সমর্থন করি। কিন্তু এখানে রাজনীতি করাকে সমর্থন করি না। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দোষীদের শাস্তি চাই। কিন্তু তা সত্ত্বেও অনেকে শ্লোগান তুলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।এরা কারা? সুপ্রিম কোর্টে বিচার চলছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ, সবংয়ের মানুষ তারা বুঝেছেন কী চলছে রাজ্যে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে বিরোধী দল থেকে সবাই একে একে যোগদান করছে।আগামীতেও করবে'।

manas ranjanhh