জলমগ্ন ৩ টি গ্রাম, রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে স্থানীয়দের বিক্ষোভ

স্থানীয়দের বিক্ষোভ।

author-image
Adrita
New Update
ে

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ ৬ মাস জলে ডুবে থাকে দুই থেকে তিনটি গ্রাম। এক কোমর জলে হেঁটেই ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া, অসুখ-বিসুখ ডাক্তার-খানা হাট বাজার সবটা করতে হয় এলাকার মানুষ জনদের। বারবার প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা পানি বলে এলাকাবাসীর অভিযোগ। 

এই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লুকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার,হিঞ্চাগেড়িয়া, মির্জাপুর, ব্রাহ্মণচক, দক্ষিণ কোট্টাবারি, সহ একাধিক এলাকার। জল নিকাশি এবং উঁচু রাস্তার দাবিতে বাজকুল এগরা ভগবানপুর রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে  এলাকাবাসীরা।

job digbijoy da