নিজস্ব সংবাদদাতা: সোমবারও বৃষ্টিভেজা মুখ দেখে ঘুম ভাঙল শহরের। শুক্রবার থেকে নাগাড়ে ভারী বৃষ্টি চলছে বাংলায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বিশ্বকর্মা পুজোতেও এমন মেঘে-ঢাকা আবহাওয়ারই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। শরতে যেন অকাল শ্রাবণ বঙ্গজুড়ে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগণা জুড়ে দুর্যোগ চলবে। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৬৪ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। যদিও আবহাওয়া দফতর গত কয়েক দিন ধরে বারবার সতর্ক করেছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। তারপর থেকেই গত ২ দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।
এদিকে মঙ্গলবার ষাঁড়াষাঁড়ির কটাল। এদিন স্বাভাবিক ভাবেই জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সুন্দরবনের মাটির বাঁধ গুলি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোথাও কোথাও ইতিমধ্যেই ধস ও ফাটল দেখা দিয়েছে। এর জেরে আতঙ্কিত উপকূলের বাসিন্দারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।