নিজস্ব সংবাদদাতা: হাওয়া অফিসের পূর্বাভাস ছিল আগেই, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছিল। কিন্তু সেই কথা শোনেননি মৎস্যজীবীরা। কেননা এই সময় ইলিশের মরশুম, তাই প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ। এই সব ভেবেই গতকাল বিকেলে সাগরে পাড়ি দেয় ৩টি ট্রলার। আর তাতেই ঘটে বিপত্তি।
ভরা কোটাল ও নিম্নচাপ উভয়ের জোরালো প্রভাবে ঢেউয়ের ধাক্কায় উলটে যায় ৩টি ট্রলারই। জলে ভেসে যান ২৯ জন মৎস্যজীবী। তবে বরাত জোরে প্রাণে বেঁচেছেন সকলেই। তবে ২ জন মৎস্যজীবী গুরুতর আহত। ৩টি ট্রলারের মধ্যে ২টি ট্রলার উদ্ধার করা গেলেও, ১টি জলে তলিয়ে গেছে।
এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বেগুয়াডহঢ়ি ও জম্বুদ্বীপের মাঝে। এই সময় এমনিতেই জম্বুদ্বীপ ভয়াল রূপ ধারণ করে থাকে, আর তার মধ্যে কোটাল ও নিম্নচাপের প্রভাবে তা যেন রাক্ষুসে রূপ ধারণ করেছে।