নিজস্ব সংবাদদাতা : হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল। ৩ জন পাচারকারীকে আটক করল BSF। সূত্রের খবর, গরু পাচারের চেষ্টা করার সময় তাদেরকে ধাওয়া করা হয়। তখন খেলনা বন্দুক উঁচিয়ে BSF-কে ভয় দেখানোর চেষ্টা করে পাচারকারীরা, খবর BSF সূত্রে। পাল্টা তাড়া করে তাদের ধরে ফেলে BSF