নিজস্ব সংবাদদাতাঃ রাস্তার অবস্থা এমনিতেই খারাপ। তার ওপর গাড়ির গতিবেগও ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সামনে একটা ছোট গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। ঘটনায় আহত শিশু-সহ মোট ২৬ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে ১১ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার অর্থাৎ আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরিণঘাটায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনায় শিশু সহ ২৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বিরহী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ১০ জনকে রেফার করে দেওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।