বিরাট ব্রেকিং : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফের ২৫০ কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে

ছত্তিশগড় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫০ কোটি টাকার তছরূপের অভিযোগ উঠেছে। অডিট রিপোর্টে দুর্নীতি, নিয়োগে নেপটিজম এবং বেনিয়মের চিত্র প্রকাশিত।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা : রাজ্য শিক্ষা ব্যবস্থায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন ছত্তিশগড় রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে। টিভি ৯ বাংলার হাতে আসা বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টে পাঁচ বছরে প্রায় ২৫০ কোটি টাকার তছরূপের কথা জানা গেছে।

money jharkhand.png

রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অব্যাহত দুর্নীতি এবং বেনিয়মের পর্দাফাঁস হয়েছে। যেখানে উপযুক্ত গ্রেডের তুলনায় বেশি বেতন দেওয়া, নিয়োগে নেপটিজম, কর্মী নিয়োগে নিয়মের তোয়াক্কা না করা, প্রয়োজনীয় স্থায়ী অধ্যাপকের অভাব এবং বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগের অভিযোগ রয়েছে। এছাড়া, টেন্ডার ছাড়াই প্রোমোশন সংক্রান্ত কাজের জন্য কোটি কোটি টাকার বরাত বরাদ্দ করা এবং পদোন্নতিতেও বেনিয়মের অভিযোগ উঠেছে।

money  jharkhand 1.png

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী এই দুর্নীতির অভিযোগ প্রায় স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, "২০১৮-২০১৯ থেকে ২০২২-২০২৩ অর্থবর্ষের এই অডিট রিপোর্টে ক্যাগ (কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) লক্ষ্য করেছে যে এখানে তছরূপ হয়েছে এবং প্রায় ৮০ কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে। তবে ক্যাগের ফাইনাল রিপোর্ট এখনও হাতে পাইনি, কিন্তু বিষয়টি তদন্ত করা উচিত।" এখন রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে, এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য চাপ সৃষ্টি হচ্ছে।