নিজস্ব সংবাদদাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল হয়েছে। একসঙ্গে ২৫টি জেলার সভাপতি বদল করা হয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ৬টি জেলা রয়েছে।
উত্তরবঙ্গে নতুন সভাপতির তালিকা –
কোচবিহার: অভিজিৎ বর্মন
জলপাইগুড়ি: শ্যামল রায়
শিলিগুড়ি: অরুণ মণ্ডল (এখানে কোনও পরিবর্তন হয়নি)
দক্ষিণ দিনাজপুর: স্বরূপ চৌধুরি
উত্তর মালদা: প্রতাপ সিং
দক্ষিণ মালদা: অজয় গাঙ্গগুলি
এছাড়াও অন্যান্য জেলাগুলির সভাপতি কারা হলেন দেখে নিন -
/anm-bengali/media/media_files/2025/03/14/glhlR5f6lSGpmiqPSRJa.jpeg)
/anm-bengali/media/media_files/2025/03/14/iZRoRCtNlLoqIYwxiIBE.jpeg)
শুক্রবার বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক দীপক বর্মন এই তালিকা প্রকাশ করেন। নতুন সভাপতিদের দলের সংগঠনকে আরও মজবুত করে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।