সুখের প্রলোভনে পা! খোয়া গেল আড়াই লক্ষ টাকা... কী হয়েছে জানলে চমকে উঠবেন

বাস্তু দোষ কাটাতে প্রলোভিত করা হয় ওন্দা থানা এলাকার এক বাসিন্দাকে। সেই প্রলোভনে পা দিয়ে তিনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই লক্ষের বেশি টাকা পাঠানো হয়। ঘটনার কিছুদিন পর বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
cyber crime bankura.jpg

নিজস্ব সংবাদদাতা: গত ১৭ নভেম্বর ওন্দা থানা এলাকার বাসিন্দা মইনুদ্দিন মণ্ডল(নাম পরিবর্তিত), বাঁকুড়ার সাইবার ক্রাইম থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যে কিছু অপরিচিত ব্যক্তি  জ্বিনের নাম করে বাস্তু দোষ কাটাতে তার সাথে টেলিফোনে যোগাযোগ করেন।  তাঁকে বিভিন্ন রকমের লোভ দেখান। সেই প্রলোভনে পা দিয়ে ওই ব্যক্তি কয়েকটি স্থানীয় CSP থেকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় সর্বমোট ২ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা পাঠান। পরবর্তীকালে মইনুদ্দিন বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। 

তদন্তে নেমে বিগত দুই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার টিম তিন জন অভিযুক্তকে গ্রেফতার করছে। বুধবার তাঁদের আদালতে পেশ করা হয়।