যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা যখম ২২, চলছে উদ্ধারকাজ

চলছে উদ্ধারকাজ।    

author-image
Adrita
New Update
য

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ যাত্রীবাহী বাস উল্টে জখম হলেন ২২ জন যাত্রী। রবিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে দাঁতন থানার খন্ডরুই এলাকায়। জানা গিয়েছে যে, মোহনপুর মেদিনীপুর রুটের একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খন্ডরুই পাওয়ার হাউসের কাছে নয়ানজুলিতে উল্টে গেলে ঘটে এই দুর্ঘটনা ঘটে। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২২ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে প্রথমে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দাঁতন থানার পুলিশ। স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল থাকার কারণে ঘটেছে এই দুর্ঘটনা।