নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সমাবেশ। তবে জানা জযাচ্ছে যে এই সমাবেশ থাকবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি এক বার্তায় জানিয়েছেন যে, চিকিৎসার কারণে সাংগঠনিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি। তিনি এই মুহূর্তে দেশের বাইরে আছে বলেও জানা গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/e564be652c48a9743f3e9b66bdc278452d7189f10293e0fba0d899a34fa58615.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)