নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে SSC ২০১৬ সালের প্যানেল। গত সোমবার কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে। তাতে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল আদালত। চাকরি হারা হয়েছিল ২৫ হাজার ৭৫৩ জন।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-30-at-20.52.42.jpeg)
এবার ২০২০ সালের প্যানেলের স্বচ্ছতা নিয়ে উঠল প্রশ্ন। ওই বছরের এক চাকরিপ্রার্থীর করা মামলায় ফের প্রশ্নের মুখে কমিশনের ভূমিকা। ২০২০ সালের এক চাকরিপ্রার্থী অভিযোগ, মেধাতালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি। এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন তিনি। বুধবার এসএসসির কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ।
/anm-bengali/media/post_attachments/a9d3c54ec54e16cf2a9032d74f26a97036dc1509684e0b6c326c26bce00d2b59.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)