নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ নেকড়ের আক্রমণে জখম ২০, আতঙ্ক গোটা এলাকায়। তবে শেষ পর্যন্ত উদ্ধার হল নেকড়ের দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বুদবুদ থানার দেবশালা এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকে দেবশালা এলাকার বহু মানুষকে আক্রমণ করে ওই নেকড়েটি। এক শিশুসহ এলাকার কুড়িজন জখম হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের প্রথমে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত এক শিশুকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আক্রান্ত এক ব্যক্তির দাবি, ' শুক্রবার সকালে আমি প্রাতঃভ্রমণে গিয়েছিলাম। তখনই জঙ্গলের ধারে কুকুরের মত একটি হিংস্র জন্তু আক্রমণ করে। কামড়ে দেয়, নখ দিয়ে আঁচড়ে দেয়। শুধু আমাকেই নয়, এলাকার প্রায় ২০ জনকে এভাবেই আক্রমণ করেছে। " এই নিয়ে আজ সকাল থেকে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ভয়ঙ্কর বন্য প্রাণীটিকে ধরতে ঘুম উড়েছে বন দপ্তরের। শেষ পর্যন্ত গোবিন্দপুরের জঙ্গলে ওই নেকড়েটির দেহ পাওয়া যায়। পানাগড় বনাঞ্চলের কর্মীরা দেহটি উদ্ধার করে।
এই বিষয়ে, রেঞ্জার প্রণব কুমার দাস বলেন," আমরা ভারতীয় নেকড়েটির দেহ পেয়েছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আক্রান্তদের সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। "