উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভুঁয়ো নিয়োগ কান্ড, গ্রেফতার দুই যুবক

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভুঁয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি করতে আসে দুই ব্যক্তি। ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময় নিয়োগপত্র পেয়েছিলেন তারা।

author-image
Debapriya Sarkar
New Update
Fake appoinment letter case

নিজস্ব প্রতিবেদন : RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যকে মুষলধারে উত্তাল করে তুলেছে। এই ঘটনা সামনে আসার পর স্বাস্থ্য দফতরের নানা দুর্নীতির ঘটনা প্রকাশিত হতে শুরু করেছে। এই প্রেক্ষাপটে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে চাকরি করতে আসা দুই ব্যক্তি গ্রেফতার হয়েছেন। এই ঘটনার ফলে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কড়া পদক্ষেপের দাবি উঠেছে।

Fake appointment letter

আরজি কর কাণ্ডের প্রতিবাদ এবং উত্তরবঙ্গ লবি নিয়ে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরেও চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে ভুয়ো নিয়োগপত্র ইস্যুর ঘটনা সামনে এসেছে। কে বা কারা এই নিয়োগপত্র তৈরি করেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার প্রেক্ষিতে তদন্তের দাবি বাড়ছে, এবং বিষয়টি স্বাস্থ্য দফতরের দুর্নীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। জনমনে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মুস্তাক আলি ও ইমরান আলি, যারা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। তারা বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওয়ার্ড বয়ের নিয়োগপত্র নিয়ে হাজির হলে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মুস্তাক আলি ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে নিয়োগপত্রটি পেয়েছিল। তবে ওই নিয়োগপত্রের উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।