নিজস্ব সংবাদদাতা: দার্জিলিঙের (Darjeeling) মিরিকে ভয়াবহ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় খাদে গাড়ি পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৯ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে মিরিক রোডে গয়াবাড়ি চা বাগানের কাছে দুর্ঘটনা ঘটে। সুখিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে খাদে পড়ে গাড়ি। গাড়িতে ১১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
/anm-bengali/media/media_files/Jkm2X7pok2Wnd88HbwKc.jpg)