নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টিগ্রেটেড ক্লিনিক্যাল বিল্ডিং এর দুটি লিফট খারাপ, যার ফলে সমস্যায় রোগী এবং রোগীর পরিবার-পরিজনেরা।
শুক্রবার সকাল থেকেই এই ভবনের দুটি লিফট কাজ করছে না। ফলে খুব কষ্ট করে রোগীদের ওঠানামা করতে হচ্ছে সিঁড়ি দিয়ে এই ভবনে। যেসব রোগীরা পায়ে হেঁটে উঠতে পারছেন না তাদের সিঁড়ি দিয়েই স্ট্রেচার করে নিয়ে উঠতে হচ্ছে পরিবারের সদস্যদের। চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজনদেরকে।
/anm-bengali/media/media_files/2025/03/07/2PticonLZEkEzGnyCZre.jpeg)
রোগীর পরিজনদের অভিযোগ, এই ভবনের লিফট প্রায় সময়ই খারাপ থাকে। দু’একদিন ছাড়াই কাজ করে না এই ভবনের লিফট গুলি। ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়া আসার ক্ষেত্রে। এই বিল্ডিং-এ রয়েছে ক্যাথল্যাব, মেডিসিন বিভাগ, ব্লাড ব্যাঙ্ক এর মত গুরুত্বপূর্ণ বিভাগ। ফলে প্রতিদিন শতাধিক রোগীকে আসতে হয় এই সব বিভাগে। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের। যদিও এবিষয়ে হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন জানান, “আমরা চেষ্টা করছি, অতি দ্রুততার সঙ্গে যাতে লিফট গুলি মেরামত করা যায়”।
/anm-bengali/media/media_files/2025/03/07/6Ul3HW3mqBSMvfu8tZD9.jpeg)