অশান্তির জের, ইন্টারনেট পরিষেবা বন্ধ সাঁইথিয়ায়

ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিষয়ে নোটিশ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rertcxaw

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা। সাঁইথিয়ার নতুন ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত থেকে সাঁইথিয়া শহরের বহু এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর।

GmDXoOvbAAA_o5g

যা জানা যাচ্ছে এই সংক্রান্ত বিষয়ে নোটিশ জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গুজব এবং বেআইনি কার্যকলাপ ছড়িয়ে পড়া রোধ করতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া এলাকার অন্তত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্টারনেট এবং ভয়েস-ওভার-ইন্টারনেট টেলিফোনি পরিষেবা স্থগিত করা হয়েছে। ১৪ মার্চ (শুক্রবার) থেকে ১৭ মার্চ (সোমবার) পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে।