পাণ্ডবেশ্বরে ২৫ কেজি গাঁজাসহ ধৃত ২, পুলিশের বড় সাফল্য

ইনজামামুলের বয়স ৩১ বছর এবং আজিজুলের বছর ২৪ বছর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
f44657y

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করলো পুলিশ। 

রবিবার গভীর রাতে গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে রেল স্টেশন সংলগ্ন রাস্তায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। তাঁদের কাছ থেকে আনুমানিক প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

t67yyu

গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় এমডি ইনজামামুল হক এবং আজিজুল ইসলাম। ইনজামামুলের বয়স ৩১ বছর এবং আজিজুলের বছর ২৪ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে , ওই দুই ধৃতই মুর্শিদাবাদের বাসিন্দা। তাঁরা মাদক পাচারের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। ধৃতদের সোমবার আসানসোল মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

b68u8o