’৭১-এর বীর যোদ্ধাদের মনে করার সময় এসেছে, বলছে হিলি

এই সময় বাংলাদেশ আর মনে রাখেনি সেই ইতিহাস।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vvgghhjj

File Picture

নিজস্ব সংবাদদাতা: '৭১ এর বাংলাদেশের স্বাধীনতায়, ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু সৈনিক। সেই সময় বাংলাদেশকে মুক্তি করতেই ভারতীয় সেনারা নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন। পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে সেই সময়ই তৈরি হয়েছিল বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের তকমা, ভারত বাংলাদেশের গায়ে লাগতে দেয়নি। এই সবই অতীতের কথা। 

এই সময় বাংলাদেশ আর মনে রাখেনি সেই ইতিহাস। আজ তাই ভারত শক্র বাংলাদেশের কাছে। অন্যদিকে, পাকিস্তান আজ পরম মিত্র বাংলাদেশের। সেই সব বিষয়ের মাঝে তাই ৭১’-এর শহীদ সেনাদের স্মরণ করলো প্রাক্তন সৈনিক বোর্ড। মৃত সৈনিকদের স্মৃতিতে দক্ষিণ দিনাজপুরের হিলিতে শহীদ দিবস পালন করলো জেলা প্রাক্তন সৈনিক বোর্ড। 

bhbbbhn

১২ই ডিসেম্বর ১৯৭১, ওই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শহীদ ৪৬৮ সেনা কে গণদাহ করা হয় হিলি ফুটবল মাঠে। সেইসব শহীদদের স্মৃতিতে প্রতিবছর হিলি ফুটবল মাঠে শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করে শহীদ দিবস পালন করে সেনাবাহিনীর ২০২ ব্যাটেলিয়ান এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন সৈনিক বোর্ড।

এদিনের শহীদ দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা, ২০২ মাউন্টেন ব্যাটেলিয়নের সেনা আধিকারিক এবং বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডার ও ছাত্রছাত্রীরা। স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের পর ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

nnjkkllpoo9