নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ ২০ নভেম্বরের মধ্যে অবৈধ হোটেল ভাঙার যে নোটিশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানেনা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক প্রেসমিট করেছেন নবান্ন থেকে। সূত্র মারফত জানা গিয়েছে যে, এলাকার বিধায়ক অখিল গিরিকে মন্দারমনিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন এবং হোটেল মালিকদের সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয়।
জানা গিয়েছে সেইমত এক প্রেসমিট করে হোটেল মালিকদের আশ্বস্ত করেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সরকারি এই সিদ্ধান্তে হোটেল মালিকদের মধ্যে স্বস্তি। জানা গিয়েছে এখনই মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন ১৪০টি হোটেল এখনই ভাঙা হচ্ছে না।